Thursday, April 17, 2025
Thursday, April 17, 2025
বাড়িলাইসেন্সিংবিজিএপিএমইএ - এর সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি দেওয়ার দাবি।

বিজিএপিএমইএ – এর সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি দেওয়ার দাবি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সরকারের কাছে গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পকে সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, প্রায় ৮৫০ কোটি ডলারের পণ্য সরাসরি রপ্তানির পরও সরকার এই শিল্পকে সহযোগী খাত হিসেবে বিবেচনা করছে। তাই এখন সময় এসেছে এ শিল্পের উদ্যোক্তাদের সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি দেওয়ার।
বিজিএপিএমইএর সভাপতি বলেন, ‘তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি করে আমরা ৮৫০ কোটি ডলার আয় করছি। অথচ সরকার আমাদের এখনো সহযোগী খাত হিসেবেই বিবেচনা করছে। সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি ও নীতি সহায়তা পেলে বিশ্ববাজারে আমরা আরও ভালো অবস্থান তৈরি করতে পারব।’ তিনি আরও বলেন, কোনো ধরনের শ্রম অসন্তোষ ছাড়াই এই খাতে প্রায় ৮ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।
বিজিএপিএমইএর সভাপতির দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, সঠিক তথ্য পেলে এই খাতের স্বীকৃতি ও সমস্যাগুলো সমাধানে ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সংগঠনটির সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, ‘অতীতে বিভিন্ন সময়ে সরকারের দপ্তরে গিয়ে আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরেছিলাম, কিন্তু সমাধান হয়নি। আমাদের বিভিন্ন নীতিনির্ধারণী সভায় অন্তর্ভুক্ত করলে ব্যবসাসহায়ক পরিবেশ তৈরি হবে।’
বিজিএপিএমইএ ও এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে আইসিসিবির আটটি হলে আয়োজিত দুটি প্রদর্শনীতে বিশ্বের ২৫টি দেশের প্রায় ৫০০ প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে গার্মেন্টস পণ্য, প্যাকেজিং সামগ্রী, সুতা, বোতাম এবং টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শিত হয়।

বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী নেদারল্যান্ডসে!

নেদারল্যান্ডসে আজ থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page