Sunday, January 12, 2025
Sunday, January 12, 2025
বাড়িবিজনেস আপডেটদ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট।

দ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন এই কলরেট। এখন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা।
অপারেটররা বলছেন, পৃথিবীর আর কোনো দেশে মোবাইল সেবার ওপর এতো ট্যাক্স রাখা হয় না। সামনে বাজেটে বিষয়টি বিবেচনার আবেদন জানান তারা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মোবাইল সেবায় অস্বাভাবিক কর আরোপ। তখন এই সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। ফলে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকারের কাছে চলে যেতো ৫৪ টাকা।

মাত্র ছয় মাসের মাথায় আবারও বাড়লো মোবাইল কল ও ডাটা ব্যবহারের খরচ। এবার আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করলো এনবিআর।

এক্ষেত্রে ১০০ টাকা রিচার্জ করলে সম্পুরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কেটে নেওয়া হবে ২৯ টাকা ৮০ পয়সা। রাজস্ব ভাগাভাগি ও সর্বনিম্ন কর ছয় টাকা ১০ পয়সা। পরোক্ষ কর ২০ টাকা ৪০ পয়সা। ফলে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে ৫৬ টাকা ৩০ পয়সা যাবে সরকারের কাছে।
অপারেটররা বলছেন, গেলো চার মাস ধরে ধারাবাহিকভাবে কমছে দেশের সবকটি মোবাইল ফোন গ্রাহক সংখ্যা। কমছে লভ্যাংশ, এমনকি মোবাইল ইন্টারনেট গ্রাহকও। এই বাস্তবতায় যদি এভাবে বেড়ে যায় মুঠোফোন কলরেট, মূল্যস্ফীতি আরও বাড়াবে।

প্রাণবন্ত হয়ে উঠছে বাণিজ্য মেলা।

প্রথম দিকে তেমন একটা সাড়া না মিললেও মাসের এক তৃতীয়াংশ পেরিয়ে প্রাণ ফিরে পেয়েছে মেলা। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা ও...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page