প্রথম দিকে তেমন একটা সাড়া না মিললেও মাসের এক তৃতীয়াংশ পেরিয়ে প্রাণ ফিরে পেয়েছে মেলা। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সেইসঙ্গে সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা।
মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে শুক্রবার। এ ধারাবাহিকতায় আজ শনিবারের (১১ জানুয়ারি) সাপ্তাহিক ছুটিতেও মেলায় এমন জনসমাগম ঘটবে বলে প্রত্যাশা তাদের। এরই মধ্যে দুপুর থেকে হাজার হাজার ক্রেতা-দর্শনার্থীকে মেলায় প্রবেশ করতে দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে, বলছেন আয়োজক ও ব্যবসায়ীরা।
এদিকে মেলা ঘুরে দেখা গেছে, স্টলে-স্টলে চলছে হরেক রকমের অফার। হাঁক-ডাকে ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন কর্মীরা। বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন ও স্টল বসানো হয়েছে এবারের মেলায়। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া—এই ৭ দেশের।
মেলায় বেশি ভিড় চোখে পড়েছে গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে। ব্যবসায়ীরা বলছেন, এবার মেলায় বিভিন্ন মান ও ডিজাইনের গৃহস্থালি পণ্য এসেছে। ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা রকম ছাড়ও দেওয়া হচ্ছে। এতে ভালোই সাড়া পাচ্ছেন তারা।
মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
প্রাণবন্ত হয়ে উঠছে বাণিজ্য মেলা।
RELATED ARTICLES