Thursday, January 9, 2025
Thursday, January 9, 2025
বাড়িঅন্যান্যফ্যাক্ট-চেকিং বন্ধ করবে মেটা

ফ্যাক্ট-চেকিং বন্ধ করবে মেটা

মেটা সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটা’র ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করবে এবং পরিবর্তে এলন মাস্কের এক্স-এর মতো একটি কমিউনিটি নোটস সিস্টেম চালু করবে, যা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে। এই পরিবর্তনগুলো মেটার প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং থ্রেডস-এ প্রভাব ফেলবে। জাকারবার্গ বলেছেন, প্ল্যাটফর্মগুলোর মডারেশন সিস্টেম অনেক ভুল করছে।নতুন এই কমিউনিটি নোটস মডেলে ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের পোস্টে ভুল তথ্য বা ভুল বোঝার সম্ভাবনা থাকলে তা চিহ্নিত করতে পারবেন এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা সংযুক্ত করার সুযোগ পাবেন। ফলে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা আর থাকবে না।২০১৬ সালে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম চালু করেছিল ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টার অংশ হিসেবে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর সমালোচনার পর এই উদ্যোগটি চালু হয়েছিল। ২০২৩ সালে মেটার একটি বিবৃতিতে বলা হয়েছিল যে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামটি ‘৬০ টিরও বেশি ভাষায় কাজ করা প্রায় ১০০টি সংস্থাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে।মেটা আরও উল্লেখ করেছে, তাদের কনটেন্ট ব্যবস্থাপনার প্রচেষ্টা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন এবং এটি প্রায়ই মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে।

মেটার প্রধান বৈশ্বিক বিষয়ক কর্মকর্তা এবং ক্লেগের উত্তরসূরি জোয়েল কাপলান বলেছেন, মেটা পরিকল্পনা করেছে মাদক, সন্ত্রাসবাদ, শিশু নির্যাতন, প্রতারণা এবং কেলেঙ্কারির সাথে সম্পর্কিত বিষয়বস্তু মডারেট করতে। ব্যবহারকারীদের মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর কার্যকরী মডারেশন করার জন্য বিশ্বাস করা উচিত যা এর বিষয়বস্তুতে উপকৃত হবে।তারা পরবর্তী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে কমিউনিটি নোটস পদ্ধতি চালু করবে এবং বছরের বাকি সময়ে এটি উন্নত করতে থাকবে। এর মধ্যে থাকবে ব্যবহারকারীদের দ্বারা ফ্যাক্ট-চেক করা বিষয়বস্তু ডাউনগ্রেড না করার নির্দেশনা থাকবে।

ফ্যাক্ট-চেক করা কনটেন্টকে ডিমোশন দেওয়া বন্ধ করে মেটা পোস্টের সঙ্গে একটি লেবেল যুক্ত করবে, যা ব্যবহারকারীদের জানাবে পোস্টটির সঙ্গে অতিরিক্ত তথ্য রয়েছে। আগের মতো পূর্ণ স্ক্রিন সতর্কবার্তা দেখিয়ে পোস্টে প্রবেশের বাধা আর থাকবে না।

এআই নিয়ে আবারও নতুন চমক দেখাল শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া।

এবারে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কসমস ‘ফাউন্ডেশন’ মডেল নিয়ে এসেছে- যেটা দিয়ে রোবট ও সেলফ-ড্রাইভিং কার প্রশিক্ষণ দেওয়া যাবে। ৬ জানুয়ারি সিইএস...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page