পুঁজিবাজারে বিনিয়োগ–সক্ষমতা বাড়াতে আইসিবি কে সরকারের গ্যারান্টিতে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইসিবি প্রস্তাবিত ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। এই টাকা তারা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিলের অর্থ পরিশোধে ব্যবহার করবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইসিবির অনুকূলে দেওয়া তিন হাজার কোটি টাকার ঋণ বা ঋণের ওপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে। তবে বাংলাদেশ ব্যাংক সরকারকে যে মুনাফা দেয়, তা থেকে এই ঋণের অপরিশোধিত অংশ বা সুদ সমন্বয় করা যাবে না।
শেয়ারবাজার চাঙা করতে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শেয়ারবাজারের মূলধনি মুনাফার ওপর করহার হ্রাস করেছে। এবার আইসিবির সক্ষমতা বাড়াতে ঋণ দেওয়া হলো। এতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে ।
বিনিয়োগ ও ঋণ শোধে ৩০০০ কোটি টাকা ঋণ পেয়েছে আইসিবি
RELATED ARTICLES