বাংলাদেশ এর পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের মাধ্যমে আসা রেমিটেন্সের ওপর দেওয়া কর অব্যাহতি তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) আগের সুবিধা বাতিল করে এ প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকা সফরে আসা সবশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফের দলের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং এনবিআরের বৈঠকের পর থেকে ব্যবসায়ীদের দেওয়া কর ছাড় কমানোর কথা আলোচনায় আসছিল।
বাংলাদেশকে দেওয়া ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাটি বাংলাদেশে কর ছাড়ার কমানোর জন্য তাগিদ দিয়ে আসছে। ব্যবসায়ীদের প্রণোদনা হিসেবে যেসব সুবিধা বা করছাড় দেওয়া হয়, ভবিষ্যতে তা কমিয়ে দেওয়ার কথা বলেছেন
সালেহউদ্দিন আহমেদ।