Thursday, July 31, 2025
Thursday, July 31, 2025
বাড়িব্যাংকিংঅর্থনীতির অগ্রগতিতে এডিবির নতুন ঋণ প্যাকেজ

অর্থনীতির অগ্রগতিতে এডিবির নতুন ঋণ প্যাকেজ

বাংলাদেশর রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশ উন্নীতকরণ এবং বাণিজ্য নীতি ও লজিস্টিক শক্তিশালী করা জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে । যা বাংলাদেশি মুদ্রায় হয় ৭ হাজার ২০০ কোটি টাকা ।

এ ঋণ চুক্তি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের আওতায় করা হয়। এ ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং স্বাক্ষর করেন।

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ, এ কর্মসূচির উদ্দেশ্য । এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক এবং পরিকল্পনা কমিশনের আওতাধীন কার্যক্রম বিভাগ ।

সাধারণত এডিবি বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষ্টি ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দিয়ে সহায়তা প্রদান করে । বাংলাদেশকে এযাবৎ এডিবি ৩২ হাজার ৪৯৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৫৭১.৩ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

ব্র্যাক ব্যাংকের ‘ডিজিটাল ফার্স্ট’ শাখা চালু!

রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের প্রথম‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page