Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িকাস্টমসআমদানি বাড়েনি, সয়াবিন তেলের দামে শুল্ক সুবিধার প্রভাব নেই

আমদানি বাড়েনি, সয়াবিন তেলের দামে শুল্ক সুবিধার প্রভাব নেই

দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১৭ অক্টোবর ও ১৯ নভেম্বর দুই দফায় সয়াবিন ও পাম তেল আমদানিতে শুল্ক–কর কমানো হয়েছে। শুল্ক–কর কমিয়ে আনা হয়েছে ৫ শতাংশে যাতে প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ক–কর ৭ টাকায় নেমে এসেছে, ১০-১১ টাকা কর কমেছে প্রতি কেজিতে । কিন্তু আমদানি বাড়ার পরিবর্তে উল্টো আমদানি কমে গেছে।

গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আমদানি হয়েছিল ৪ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত সয়াবিন ও পাম তেল, কিন্তু এই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আমদানি হয়েছে ৩ লাখ ৬৮ হাজার টন। এই হিসাবে আমদানি কমার হার প্রায় ২০ শতাংশ। সয়াবিনবীজ আমদানি হয়েছে সোয়া দুই লাখ টন, যা গত বছরের চেয়ে মাত্র ৯ হাজার টন বেশি।

১ লাখ ৬৯ হাজার টন সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে গত নভেম্বর মাসে । যেখানে দুই হাজার টন আমদানি করেছে খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলো আর সাতটি প্রতিষ্ঠান ‍মিলে বাকি ১ লাখ ৬৭ হাজার টন বাজারজাত করেছে।

টিসিবির হিসাবে, দাম ১ শতাংশ কমেছে বোতলজাত সয়াবিন তেলের, পাম তেলের দাম সামান্য বেড়েছে। খোলা পাম ও সয়াবিনের দাম ৫–৬ শতাংশ বেড়েছে শুল্ক কমানোর পর। ভোজ্যতেলের জোগান বাজারে কিছুটা কম । আমদানি কমার কারণে বাজারে এক লিটারের বোতলজাত তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। তবে বোতলজাত সয়াবিনের লিটারপ্রতি দাম একই রয়েছে । 

এলসি খোলার ক্ষেত্রে থাকছে না আর নগদ মার্জিন!

পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ন্যূনতম দর বা নগদ মার্জিন আর থাকছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page