Monday, December 1, 2025
Monday, December 1, 2025
বাড়িকাস্টমসকম শুল্কে দুই লাখ ডিম খালাস, বাজারে স্বস্তির আশা

কম শুল্কে দুই লাখ ডিম খালাস, বাজারে স্বস্তির আশা

দুই লাখ ডিমের চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ । এই ‍ডিম গুলু ভারত থেকে কম শুল্কে আনা হয়েছে বলে জানা যায় । গত ২০ নভেম্বর বুধবার রাতে ডিমের চালানটি যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে । ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালানটি ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে খালাস নিয়েছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন ।

৫ শতাংশ শুল্কের সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পাবেন আমদানিকারকরা। আমদানি করা এই ডিম বর্তমান শুল্ক হিসেবে প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে। বাজারে ডিমের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে এই ডিম আমদানির ফলে । প্রতি হালি ডিম বর্তমানে ৪৪-৪৬ টাকা দরে কিনতে পারছেন ক্রেতারা।

বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আমদানিকারক বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিম খালাস নেন এবং তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ শুল্কায়নে চালান খালাস দেওয়া হয়েছে।

এলসি খোলার ক্ষেত্রে থাকছে না আর নগদ মার্জিন!

পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ন্যূনতম দর বা নগদ মার্জিন আর থাকছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page