Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্যকমলার ভাঙন ! ট্রাম্পের গড়ন।

কমলার ভাঙন ! ট্রাম্পের গড়ন।

যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সময়ে শক্তিশালী নেতা হিসেবে কমলার বিপরীতে ট্রাম্পকেই বেছে নিয়েছেন ভোটাররা। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি । হোয়াইট হাউসে শক্তিশালী রাজনীতির ধারা ফেরানোর আশায় অনেকেই তাঁকে ভোট দিয়েছেন।


পুনর্নির্বাচনে ২০২০ সালে হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে ফিরছেন। নির্বাচনে জয়ী হতে তিনি মূল্যস্ফীতি নিয়ে মানুষের উদ্বেগকে কাজে লাগিয়েছেন। একই সঙ্গে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে মানুষের মনে জায়গা করেছেন।অর্থনীতি ও ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি । বিজয় ভাষণে ট্রাম্প বলেন, ‘আমার শাসনের মূলমন্ত্র হবে: প্রতিশ্রুতি দেয়া, প্রতিশ্রুতি পালন করা। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো।’


একজন প্রমাণিত অর্থনৈতিক চ্যাম্পিয়ন হিসেবে তাঁকে গ্রহণ করেছেন ভোটাররা । ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ৩৪টি অভিযোগ ভোটারদের মনে দাগ কাটতে পারেনি।ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে কড়া অভিবাসনবিরোধী বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মূলে ছিল মেক্সিকোর সীমান্ত বন্ধ করে দেওয়া এবং লাখো অবৈধ অভিবাসীকে তাড়ানোর মতো বিষয়। তিনি দেশীয় শিল্পকে শক্তিশালী করতে আমদানি শুল্ক বাড়ানোর কথা বলেছেন।নির্বাচনী প্রচারের শেষ দিনগুলোতে তিনি ব্যাপক ব্যয়বহুল আর্থিক প্রতিশ্রুতি দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তিনি ভ্রমণে কর বিলুপ্তি, অতিরিক্ত কাজের জন্য ভাতা বাড়ানো, সামাজিক নিরাপত্তা বাড়ানোর মতো কথা বলেছেন।
গত জুন মাসে বাইডেন ও ট্রাম্পের প্রথম বিতর্কের পর বাইডেন মারাত্মকভাবে ধাক্কা খেয়ে সরে যেতে বাধ্য হন। এর দুই সপ্তাহ পরেই পেনসিলভানিয়ায় নির্বাচনে সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। সেখানে রক্তাক্ত ট্রাম্প ‘ফাইট-ফাইট’ বলে যে দৃঢ়তা দেখান, সেসকল ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিলো।


যুক্তরাষ্ট্রের ইতিহাসে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় কমলা-ট্রাম্পের নির্বাচনী লড়াই। বাইডেন প্রশাসনের অজনপ্রিয়তা ও ব্যর্থতাগুলোর জন্য কমলাকে দায়ী করে নির্বাচনের শেষ দিকে ব্যাপক প্রচার করেছেন ট্রাম্প। তাঁর স্লোগান ছিল, ‘কমলা ভেঙেছেন ট্রাম্প ঠিক করবেন।’
ট্রাম্পের দেওয়া এসব আক্রমণাত্মক বক্তব্য মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আবার ফিরবে বলে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, মানুষ সেটাই গ্রহণ করেছে বেশি।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ!

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page