Thursday, April 17, 2025
Thursday, April 17, 2025
বাড়িভ্যাটকার্টুন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট ব্যবস্থাপনা

কার্টুন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট ব্যবস্থাপনা


সাধারণ আদেশ ১৭ এর টেবিল এক অনুযায়ী নিবন্ধন বাধ্যতামূলক, যেহেতু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে তাই এই ধরনের প্রতিষ্ঠান তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই।
পণ্যের বিবরণ বা এইচএস কোড : কার্টুন উৎপাদনকারী প্রতিষ্ঠান মূলত পণ্যের মোরগীকরণ এর ক্ষেত্রে ব্যবহৃত কার্টুন বা কাগজের বক্স উৎপাদন করে, যা প্যাকেজিং মেটেরিয়াল বলে গণ্য, এক্ষেত্রে পণ্যের এইচএস কোড হবে ৪৮১৯.১০.১০

প্রযোজ্য ভ্যাটের হার : যেহেতু এই পণ্যের বিবরণের সাথে সম্পৃক্ত এইচএস কোড সংবলিত পণ্য সমূহ প্রথম তফসিল অথবা কোন বিশেষ আদেশ দ্বারা অথবা সাধারণ অব্যাহতির এস আর ও (১৩৭) দ্বারা বা তৃতীয় তফসিলে কোন সংকুচিত ভ্যাট হার উল্লেখ করা হয়নি, সাধারণ আদেশ দ্বারা বাধ্যতামূলক নিবন্ধন এর আওতাভুক্ত পণ্য বলে কোনভাবেই তালিকাভুক্ত হয়ে টার্ন ওভার (৪%) ভ্যাট দেওয়ার সুযোগ নাই, তাই সকল বিবেচনায় বলা যায় স্থানীয় সরবরাহের ক্ষেত্রে এই পণ্যের ভ্যাট ১৫% হারে প্রযোজ্য : রপ্তানি করলে ০%, প্রচ্ছন্ন রপ্তানি যদি সঠিক নিয়মে বা পদ্ধতিতে হয় তাহলে ও ০%।

হিসাব সংরক্ষণ : নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে তাকে সকল হিসাব সংরক্ষণ করতে হবে, যেমন ক্রয় বহি (মূসক ৬.১), বিক্রয় বহি (মূসক ৬.২), উপকরণ উৎপাদ সহগ (মূসক ৪.৩), কর চালান পত্র (মূসক ৬.৩), ডেবিট নোট, ক্রেডিট নোট, মূসক ৬.১০, উৎসে কর কর্তন সনদ পত্র (মূসক ৬.৬) প্রোযোজ্য ক্ষেত্রে, দাখিল পত্র (মূসক ৯.১) ইত্যাদি সংরক্ষণ করতে হবে।

রেয়াত গ্রহণ : মূল্য সংযোজন কর আইন ২০১২ এর ধারা ৪৬ এর শর্ত পালন সাপেক্ষে রেয়াদ গ্রহণ করতে পারবেন,

স্থান স্থাপনা ভাড়ার ভ্যাট : উক্ত প্রতিষ্ঠান যেহেতু উৎপাদনকারী কারখানাতে ভাড়া নেওয়া হলে এই ভাড়ার উপর ভ্যাট পরিশোধ করতে হবে না, তবে যদি এই প্রতিষ্ঠানে কারখানা ব্যতীত অফিস অথবা গোডাউন থাকে তাহলে প্রযোজ্য ক্ষেত্রে ভাড়ার উপর ভ্যাট পরিশোধ করতে হবে।

জরিমানা : ধারা ৮৫ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ না করিলে তাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা যাবে, ক্ষেত্রবিশেষে বিভাগীয় কর্মকর্তা উক্ত প্রতিষ্ঠানকে স উদ্যোগে নিবন্ধন প্রদান করিতে পারবে।
ধন্যবাদান্তে
মো: মাহমুদুল হাসান
ভ্যাট কনসালটেন্ট

আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত!

চীন ছাড়া অন্য সব দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে  বাংলাদেশও । এ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page