আপনার প্রতিষ্ঠান এর ভ্যাট হার ৫% হবে, নাকি ১৫% হবে, কখন আপনার নীট প্রদেয় ভ্যাট কম হবে?
হ্রাসক্রিত হারে ভ্যাট পরিশোধ
যারা ৩য় তফসিল অনুযায়ী হ্রাসক্রিত হারে মূসক পরিশোধ করেন (যেমন ব্যবসায়ী এর ক্ষেত্রে ৫%, যোগানদার এর ক্ষেত্রে ৭.৫%, বা সুনির্দিষ্ট ভ্যাট) পরিশোধ করছেন তারা মূসক আইন ২০১২ এর ধারা ৪৬ (ঠ) অনুযায়ী উপকরণ ক্রয়ের বিপরীতে রেয়াত গ্রহণ করতে পারেন না, সেই ক্ষেত্রে অনেক সময় পন্যের মূল্য বেরে যায় বা ভ্যাট পরিশোধকারীর নীট দায় বৃদ্ধি পেতে পারে,
আদর্শ হারে মূসক পরিশোধ
অন্যদিকে যদি আপনি ১৫% হারে পরিশোধ করেন তাহলে মূসক আইনের ধারা ৪৬ পালন সাপেক্ষে উপকরণ ক্রয়ের বিপরীতে রেয়াত গ্রহণ করা যায় এবং সেক্ষেত্রে পন্যের মুল্য এবং ভ্যাট এর নীট দায় কমতে পারে।
উদাহরণ :
মি: ক একজন পাইকারি এবং খুচরা বিক্রেতা, ৩য় তফসিল অনুযায়ী মূসক হার ৫%, যাহা সরবরাহ মূল্য এর উপর সরাসরি ৫% হিসেব করা হয়, বা পন থেকে কর ভগ্নাংশ সূত্র দিয়ে হিসেব করা হয়। যথা উক্ত প্রতিষ্ঠান ১০০০ টাকা মুল্যে ৫ টি ম্যানিব্যগ কিনেছে, যেখানে ক্রয়ের সময় ১৫% ভ্যাট পরিশোধ করেছে ১৫০ টাকা। উক্ত ব্যক্তি ৫০% সংযোজন দিয়ে বা পন্যের ন্যয্য বাজার মূল্য (পন) ১৫০০ টাকা নির্ধারণ করেছে, সেক্ষেত্রে প্রদেয় মূসক কত হবে, ১৫০০/১০৫*৫ = বিক্রয় ভ্যাট ৭১.৪২ টাকা, যাহা উক্ত প্রতিষ্ঠান এর জন্য নীট ভ্যাট দায়।
মি: খ একজন পাইকারি এবং খুচরা বিক্রেতা, কিন্তু তিনি আদর্শ হারে (১৫%) মূসক পরিশোধ করেন এবং ভ্যাট আইন পরিপালন করেন, উপকরণ ক্রয় এর বিপরীতে রেয়াত গ্রহণ করেন । যথা উক্ত প্রতিষ্ঠান ১০০০ টাকা মুল্যে ৫ টি ম্যানিব্যগ কিনেছে, যেখানে ক্রয়ের সময় ১৫% ভ্যাট পরিশোধ করেছে ১৫০ টাকা। উক্ত ব্যক্তি ৫০% সংযোজন দিয়ে বা পন্যের ন্যয্য বাজার মূল্য (পন) ১৫০০ টাকা নির্ধারণ করেছে, সেক্ষেত্রে প্রদেয় মূসক কত হবে, ১৫০০/১১৫*১৫ = বিক্রয় ভ্যাট ১৯৫.৬৫ টাকা – উপকরণ কর রেয়াত ১৫০ টাকা = নীট প্রদেয় ভ্যাট ৪৫.৬৫ টাকা, যাহা উক্ত প্রতিষ্ঠান এর জন্য নীট ভ্যাট দায়। এবং তাহা প্রতিষ্ঠান ট্রেজারী চালান এর মাধ্যমে সরকার কে পরিশোধ করবে।
পর্যালোচনা:
দেখা যাচ্ছে ২ টি প্রতিষ্ঠান ই একই পন্য এবং একই মুল্যে ক্রয় ও বিক্রয় করছে, কিন্তু মি: খ ভ্যাট বাবদ নীট পরিশোধ করছে ৪৫.৬৫ টাকা অন্যদিকে মি: ক পরিশোধ করছে ৭১.৪২ টাকা, অন্যদিকে মি.ক ক্রয়ের বিপরীতে পরিশোধ করা মূসক এর কোন সুবিধা পাচ্ছে না বরং এটা তার খরচ হিসেবেই চার্জ করতে হচ্ছে,
সুতরাং বলা যায় ভ্যাট আইনের সঠিক প্রয়োগ ভ্যাট দায় কমার পাশাপাশি ব্যবসায়ীর মুনাফা বৃদ্ধি করতে পারে অন্যদিকে পন্যের মূল্য ও কমতে পারে, আসুন আমরা আইন কে বুঝি এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করি।
যেকোনো আইনি সহায়তা বা পরামর্শ এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।