Sunday, December 22, 2024
Sunday, December 22, 2024
বাড়িভ্যাটPET Flakes বা প্লাস্টিকের বর্জ্য রিসাইক্লিং এর ভ্যাট ব্যবস্থাপনা :

PET Flakes বা প্লাস্টিকের বর্জ্য রিসাইক্লিং এর ভ্যাট ব্যবস্থাপনা :

#পন্যের বিবরণ ও #HS Code :

প্লাস্টিকের ব্যবহৃত বোতল সংগ্রহ করে, রিসাইক্লিং বা পূনপ্রক্রিয়া করে পূনরায় প্লাস্টিক বোতল বানানোর কাচামাল এ রুপান্তর করাকে বুঝায়, যা আমাদের পরিবেশ এ প্লাস্টিকের অপচনশীল বর্জ্য কে পন্যে রুপান্তরের মাধ্যমে GDP তে অবদান রাখে। এই পন্যের HS Code হবে 3907.69.30

#ভ্যাট হার :

এই পন্যটি সাধারণ অব্যাহতি এস আর ও ১৩৭ অনুযায়ী উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দেয়া হয়েছে, তবে এস আর ও এর প্রদত্ত শর্ত পালন করতে হবে, যেমন ধারা ৫১,৫২,৫৪,৬৪,১০৭ পরিপালন সহ হিসাব সংরক্ষণ করতে হবে। রপ্তানি বা প্রচ্ছন্ন রপ্তানি করলে শুন্য হার, আর এস আর ও শর্ত পালন না করিলে ভ্যাট প্রযোজ্য হবে।

#উৎসে মূসক কর্তন :

তবে উক্ত প্রতিষ্ঠান যদি উৎসে মূসক কর্তন কারী সত্ত্বার নিকট উক্ত পন্য সরবরাহ করে তাহলে সরবরাহ গ্রহীতা উৎসে মূসক কর্তন করবে এবং তাহার বরাবর মূসক ৬.৬ ইস্যু করবে, এক্ষেত্রে নিরধারিত পদ্ধতি ও সময় এর মধ্যে দাখিল পত্র মূসক ৯.১ এ হ্রাস কারী সমন্বয় করবে, যাহা সমাপনী জের হিসেবে পরের মাসে স্থান্তর হবে, এইরূপ ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান তাহার অন্য কোন উৎপাদ করের সাথে এই সমাপনী জের সমন্বয় করতে পারবে, অন্যথায় নির্ধারিত পদ্ধতি ও নিয়ম এ ধারা ৬৮ অনুযায়ী রিফান্ড ক্লেইম করবে।

#নিবন্ধন বা #তালিকাভুক্ত :

যেহেতু এস আর ও ১৩৭ অনুযায়ী উৎপাদন পর্যায় অব্যবহি দেয়া আছে, এবং উল্যেখিত শর্ত পালন করার জন্য নিবন্ধন গ্রহণ পূর্বক হিসাব সংরক্ষণ করতে হবে, তাই নিবন্ধন নিতে হবে, এক্ষেত্রে তালিকাভুক্ত হওয়ার সুযোগ নাই,

#হিসাব#সংরক্ষণ :

এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কে ক্রয়ের ক্ষেত্রে মূসক ৬.১, উপকরণ উৎপাদ সহগ মূসক ৪.৩,পন্য সরবরাহ এর ক্ষেত্রে মূসক ৬.৩, বিক্রয় হিসাব মূসক ৬.২, ডেবিট নোট ও ক্রেডিট নোট (প্রযোজ্য ক্ষেত্রে), মূসক ৬.৬ (প্রযোজ্য ক্ষত্রে), মূসক ৬.১০, দাখিল পত্র মূসক ৯.১ সংরক্ষণ করতে হবে।

#রেয়াত গ্রহণ :

যেহেতু এই পন্যের ভ্যাট এস আর ও দ্বারা অব্যাহতি দেয়া হয়েছে, সরবরাহের সময় ভ্যাট অব্যাহতি, সুতরাং ধারা ৪৬ অনুযায়ী উৎপাদ কর আদর্শ হারে সরবরাহ হবে না, তাই রেয়াত গ্রহণ এর সুযোগ নাই।

#জরিমানা :

এস আর ও এর শর্ত পালন না করার কারণে অব্যাহতি সুবিধা বাতিল হবে এবং মূসক আরোপ হবে এবং ক্ষেত্র বিশেষে ধারা ৭৩ অনুযায়ী কর নির্ধারণ হতে পারে।

পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড়!

বছরে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড । আয়কর যা আদায় হয়, তার চেয়ে বেশি করছাড় দেওয়া হচ্ছে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page