Sunday, December 22, 2024
Sunday, December 22, 2024
বাড়িভ্যাটশুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানিতে।

শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানিতে।

বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে এবার অপরিশোধিত সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একটি প্রজ্ঞাপনে এসব তেল আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ হারে উৎসে কর কমিয়ে শূন্য করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে অপরিশোধিত এবং অপরিশোধিত নয় এমন সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানির ক্ষেত্রে সব আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রত্যাহার করা হয়েছে। এসব তেলে ভিন্ন মান অনুযায়ী ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক ছিল।ভোজ্যতেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আমদানি পর্যায়ে ভ্যাট ছাড় ও আগাম কর অব্যাহতির দুই দিনের মাথায় এবার সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানির ক্ষেত্রে অন্যান্য শুল্ক-কর থেকেও অব্যাহতি দেওয়া হল। বাজারে সরবরাহ সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়তি দামের কারণে সরকারের সঙ্গে পরামর্শের পর গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় পরিশোধনকারীরা। এরপরও বাজারে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
লিটার প্রতি ৮ টাকা বেড়ে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ঠিক হয়েছে ১৭৫ টাকা, খোলা সয়াবিন তেল ও খোলা পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৫৭ টাকা; পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাবে ৮৫২ টাকায়।

পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড়!

বছরে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড । আয়কর যা আদায় হয়, তার চেয়ে বেশি করছাড় দেওয়া হচ্ছে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page