বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে এবার অপরিশোধিত সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একটি প্রজ্ঞাপনে এসব তেল আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ হারে উৎসে কর কমিয়ে শূন্য করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে অপরিশোধিত এবং অপরিশোধিত নয় এমন সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানির ক্ষেত্রে সব আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রত্যাহার করা হয়েছে। এসব তেলে ভিন্ন মান অনুযায়ী ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক ছিল।ভোজ্যতেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আমদানি পর্যায়ে ভ্যাট ছাড় ও আগাম কর অব্যাহতির দুই দিনের মাথায় এবার সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানির ক্ষেত্রে অন্যান্য শুল্ক-কর থেকেও অব্যাহতি দেওয়া হল। বাজারে সরবরাহ সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়তি দামের কারণে সরকারের সঙ্গে পরামর্শের পর গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় পরিশোধনকারীরা। এরপরও বাজারে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
লিটার প্রতি ৮ টাকা বেড়ে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ঠিক হয়েছে ১৭৫ টাকা, খোলা সয়াবিন তেল ও খোলা পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৫৭ টাকা; পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাবে ৮৫২ টাকায়।
শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে সূর্যমুখী ও ক্যানোলা তেল আমদানিতে।
RELATED ARTICLES