চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি শুল্ক আদায়ে ২০ হাজার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যেকোনো ধরনের শুল্ক আদায়ে এত প্রবৃদ্ধি আগে কখনো হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।
এনবিআর সূত্রে জানা গেছে, গত জুলাই-মার্চ সময়ে শুল্ক বিভাগ রপ্তানি শুল্ক আদায় হয়েছে ৬ কোটি ৩ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ছিল মাত্র ৩ লাখ টাকা। সেই হিসাবে রপ্তানি শুল্কে প্রবৃদ্ধি ২০ হাজার শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্য ছিল প্রায় ৪৭ কোটি টাকা।
অবশ্য সেই লক্ষ্যের ধারেকাছেও নেই রপ্তানি শুল্ক খাতটি। বিদেশ থেকে পণ্য আমদানি করার সময়ে নানা ধরনের শুল্ক-কর দিতে হয়। কিন্তু বাংলাদেশ থেকে কিছু পণ্য রপ্তানি করতে গেলেও রপ্তানি শুল্ক দিতে হয়। এই শুল্কের হার ১৫ থেকে ২০ শতাংশ।
রপ্তানি শুল্ক আছে, এমন পণ্যের তালিকায় আছে ধান-চালের তুষ (ব্র্যান), তুলা বর্জ্য, ইট ও ইটের সামগ্রী (বিল্ডিং ব্রিকস), বিভিন্ন ধরনের সিসা ইত্যাদি। সাধারণত এসব পণ্য ভারত, মিয়ানমার, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রপ্তানি হয়।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ কোটি টাকা।