Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িভ্যাটছাপাখানা এর ভ্যাট ব্যবস্থাপনা

ছাপাখানা এর ভ্যাট ব্যবস্থাপনা

ব্যাখ্যা।- “ছাপাখানা” অর্থ কোনো পুস্তক বা পত্রিকা ছাপার কাজে অথবা অন্য যে কোনো নামের বা ধরনের ছাপার (ডাইরি, বিল ভাউচার, ভিজিটিং কারড, পেড, ফাইল ফোল্ডার, পেকেট, লেভেল, কেলেন্ডার ইত্যাদি) কাজে নিয়োজিত প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যাক্তি।

নিবন্ধন
সাধারণ আদেশ ১৭ এর টেবিল ২ অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন গ্রহণ করতে হবে।

ভ্যাট হার

৩য় তফসিল অনুযায়ী এই সেবার ভ্যাট এর হার ১০%

সহগ ঘোষণা

যেহেতু এস আর ও ১৮৬ অনুযায়ী এটি একটি সেবা, তাই এই সেবার জন্য সহগ ঘোষণা দাখিল করতে হবে না

রেয়াত : হ্রাস ক্রিত হারে ভ্যাট পরিশোধ করলে রেয়াত পাবে না, তবে ১৫% সরবরাহ করতে প্রযোজ্য ক্ষেত্রে ধারা ৪৬ পালন সাপেক্ষে রেয়ার গ্রহণ করতে পারবে।

হিসাব সংরক্ষণ
এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কে ক্রয়ের ক্ষেত্রে মূসক ৬.১,পন্য সরবরাহ এর ক্ষেত্রে মূসক ৬.৩, বিক্রয় হিসাব মূসক ৬.২, ডেবিট নোট ও ক্রেডিট নোট (প্রযোজ্য ক্ষেত্রে), মূসক ৬.৬ (প্রযোজ্য ক্ষত্রে), মূসক ৬.১০, দাখিল পত্র মূসক ৯.১ সংরক্ষণ করতে হবে।

উৎসে করতনকারীর নিকট সরবরাহ

উক্ত প্রতিষ্ঠান যদি উৎসে মূসক করতন কারীর নিকট সরবরাহ করে তাহলে বাধ্যতামূলক ভাবে ১০% হারে মূসক করতন কবে।
তবে কোন যোগানদার যদি এই সেবা সরবরাহ করে, তাতেও উৎসে করতন কারি এই সেবা টি তার হিসেবে যদি ছাপাখানা সেবা হিসেবে দেখায় সেক্ষেত্রে ও ছাপাখানা সেবা গন্য হবে এবং ১০% হারেই উৎসে মূসক আদায় যোগ্য।

যেকোনো আইনি সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে।
মো মাহমুদুল হাসান
ভ্যাট কনসালট্যান্ট
6D Biz Solution

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা!

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকেরা। জাতীয় রাজস্ব বোর্ড এ কথা বলেছে। এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page