ঠিকাদারের ক্ষেত্রে দাখিলপত্রে তার সরবরাহ এবং উৎসে কর কর্তন সমন্বয়ের জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হয় তা নিম্নরূপ
মূসক আইনের ধারা ৪ অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন গ্রহণ করতে হবে।
নিবন্ধন পরবর্তী প্রয়োজনীয় সকল হিসাব সংরক্ষণ করতে হবে,
১. প্রথমত ঠিকাদারকে মুসক রেজিস্টার ক্রয় খাতা (মুসক-৬.১),
২. বিক্রয় হিসাব (মুসক-৬.২)
৩. তার সরবরাহের বিপরীতে মূসক চালান-৬.৩ ইস্যু করতে হবে।
৪. নিয়মিত দাখিলপত্র (মূসক-৯.১) পেশ করতে হবে।
৫. প্রোযোজ্য ক্ষেত্রে ডেবিট নোট এবং ক্রেডিট নোট ইস্যু করতে হবে
৬. প্রয়োজনীয় ক্ষেত্রে মূসক ৬.১০ সংরক্ষণ করতে হবে।
যে মাসে সরবরাহ করেছে বা মূসক চালান ইস্যু করেছে সে মাসের দাখিলপত্রে উক্ত সেবার বিপরীতে আউটপুট ভ্যাট হিসাব প্রদর্শন করবেন। যদি যে মাসে সরবরাহ সে মাসে মুসক ৬.৬ পেয়ে থাকেন তাহলে দাখিলপত্রে ৯.১ এ পার্ট-৩ এ প্রথমে আউটপুট ভ্যাট সংশ্লিষ্ট নোটে হিসাব প্রদর্শন করবেন এবং মুসক ৬.৬ এর ভিত্তিতে দাখিলপত্র মূসক ৯.১ এর নোট ২৯ এর মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, তাহলে প্রদেয় এবং পরিশোধ সমান হয়ে যাবে ফলে তাকে নতুন করে মূসক পরিশোধ করতে হবে না।
একই মাসে উৎসে কর্তন সনদ মূসক-৬.৬ না পেলে, যে মাসে সরবরাহ করবেন, সে মাসেই কর পরিশোধ করবেন বিধায় বিল পরিশোধের মাসে বা পরবর্তী মাসের মধ্যে তিনি উৎসে কর কর্তন সনদ মূসক-৬.৬ পাওয়ার পর দাখিলপত্রের নোট ২৯ এর মাধ্যমে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে হলে অবশ্যই উক্ত সরবরাহ আউটপুট ভ্যাট হিসাবে দাখিলপত্রে প্রদর্শন করতে হবে।
প্রতি মাসে কাজ না থাকলেও শূন্য দাখিলপত্র পেশ করতে হবে। দাখিলপত্র সময়মত পেশ না করলে পাচ হাজার টাকা জরিমানা আদায় করা যাবে।
সরবরাহ না থাকলে শূন্য দাখিলপত্র অনলাইনে ঘরে বসে মোবাইল যা যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে কয়েকটা ক্লিক এর মাধ্যমেই দাখিল করতে পারবেন।
সরবরাহ বা বিলের বিপরীতে মুসক-৬.৬ সনদ না পেলে তা ইস্যু করার জন্য কর্তনকারী কর্তৃপক্ষকে বলবেন। তথাপি উক্ত সনদ ইস্যু না করলে ট্রেজারি চালানের মূল কপি নিতে হবে, নতুবা ঠিকাদারকে উক্তবিলের বিপরীতে পুনরায় ভ্যাট পরিশোধ করতে হবে। ট্রেজারি চালানের মূল কপি পেলে এবং উক্ত চালান তার নামে জমা হলে সেক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় না করে ট্রেজারি হিসাবে দেখাতে হবে।
বিল পেতে দেরী হলে, মুসক চালান যে মাসে ইস্যু করেছেন সে মাসেই কর পরিশোধ করতে হবে। বিল পরিশোধের পর উক্ত কর মেয়াদে বা পরবর্তী ৩ কর মেয়াদের মধ্যে মুসক ৬.৬ পেতে হবে। নতুবা উক্ত কর সমন্বয় করা যাবে না।
মূসক নিবন্ধিত প্রতিষ্ঠানের সরবরাহের বিপরীতে মূসক চালান ইস্যু না করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সকল নিবন্ধিত ব্যক্তিকে অবশ্যই তার সরবরাহের বিপরীতে মূসক চালান ৬.৩ ইস্যু ও সংরক্ষণ করতে হবে।