আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা পেল পাকিস্তান। এবার দেশটির জন্য ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ।
প্রথম ধাপে পাকিস্তানকে তাৎক্ষণিকভাবে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার দেওয়া হচ্ছে। বাকি অর্থ আগামী তিন বছরে ধাপে ধাপে দেওয়া হবে। এই ঋণ অনুমোদনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভাকে ধন্যবাদ জানিয়েছেন। খবর বিবিসি।
১৯৫৮ সালে পাকিস্তান প্রথম আইএমএফের ঋণ নেয়। এরপর এবার নিয়ে ২০ বারের বেশি ঋণ নিয়েছে দেশটি। বর্তমানে আইএমএফের পঞ্চম বৃহত্তম ঋণগ্রহীতা পাকিস্তান। সাধারণত কোনো দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হলে আইএমএফের ঋণসহায়তার দ্বারস্থ হয়। আইএমএফ সেই দেশকে ঋণ দিলে অন্যান্য বৈশ্বিক সংস্থাগুলোও সে দেশ সম্পর্কে আশ্বস্ত হয়। তখন তারাও সেই দেশকে ঋণ দিতে আগ্রহী হয়।
আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা পেল পাকিস্তান। এবার দেশটির জন্য ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ।
প্রথম ধাপে পাকিস্তানকে তাৎক্ষণিকভাবে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার দেওয়া হচ্ছে। বাকি অর্থ আগামী তিন বছরে ধাপে ধাপে দেওয়া হবে। এই ঋণ অনুমোদনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভাকে ধন্যবাদ জানিয়েছেন। খবর বিবিসি।
১৯৫৮ সালে পাকিস্তান প্রথম আইএমএফের ঋণ নেয়। এরপর এবার নিয়ে ২০ বারের বেশি ঋণ নিয়েছে দেশটি। বর্তমানে আইএমএফের পঞ্চম বৃহত্তম ঋণগ্রহীতা পাকিস্তান। সাধারণত কোনো দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হলে আইএমএফের ঋণসহায়তার দ্বারস্থ হয়। আইএমএফ সেই দেশকে ঋণ দিলে অন্যান্য বৈশ্বিক সংস্থাগুলোও সে দেশ সম্পর্কে আশ্বস্ত হয়। তখন তারাও সেই দেশকে ঋণ দিতে আগ্রহী হয়।