ভারতে কৃত্রিম উপগ্রহভিত্তিক তরঙ্গ বরাদ্দ নিলামের মাধ্যমে নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে সরাসরি দেওয়া হবে। এ বিষয়ে মুকেশ আম্বানি ও ইলন মাস্কের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
সাধারণত, স্যাটেলাইট তরঙ্গ দুইভাবে বিতরণ করা হয়: নিলামের মাধ্যমে অথবা সরাসরি বরাদ্দের মাধ্যমে। ভারতের জিয়ো, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল নিলামের পক্ষে, কিন্তু ইলন মাস্কের স্টারলিংক ও কুইপারের মত কোম্পানি সরাসরি বরাদ্দের পক্ষপাতী।
সম্প্রতি ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে এই বিতর্ক উঠে আসে। ভারতী এয়ারটেলের সিইও সুনীল ভারতী মিত্তাল তরঙ্গ নিলামের পক্ষে মত দেন। এরপর মাস্ক প্রশ্ন তোলেন, ভারতীয় বাজারে তাঁর কোম্পানির জন্য সমস্যা হতে পারে কিনা। টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, প্রশাসনিকভাবে তরঙ্গ বরাদ্দ হবে, যা আন্তর্জাতিক নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মাস্ক এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে, স্টারলিংক ভারতের গ্রাহকদের সেবা দিতে চায়। রিলায়েন্সও তরঙ্গ বরাদ্দের প্রক্রিয়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। মাস্ক উল্লেখ করেন, এই তরঙ্গ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) দ্বারা নির্ধারিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।