Thursday, April 17, 2025
Thursday, April 17, 2025
বাড়িআয়করমোবাইল অ্যাপের মাধ্যমে রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করবে এনবিআর

মোবাইল অ্যাপের মাধ্যমে রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করবে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন , আগামী বছর আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে । গত ১৭ নভেম্বর রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আরো বলেন , দেশের কর প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশন করা হবে। আগামী বছর কর রিটার্নের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে। কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড ।

এনবিআর চেয়ারম্যান জানান , ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স দেয়া সহজ করা হয়েছে , কার্ডের মাধ্যমে ট্যাক্স দেয়ার ক্ষেত্রে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে খরচ হবে ২০ টাকা। এর ওপরে যত টাকাই হোক সর্বোচ্চ ৫০ টাকা খরচ হবে । তিনি আরো জানান, বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেয়া যাচ্ছে ব্যক্তি পর্যায়ে। আগামীতে এটি করপোরেট পর্যায়েও চালু করার চিন্তা আছে এনবিআর এর ।

জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে । অনলাইন সিস্টেমটি ব্যবহার করে গত ৯ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ও ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে , যা আরো বৃদ্ধি পাবে ।

৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন দিতে পারবে কোম্পানি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে। সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page