Friday, May 23, 2025
Friday, May 23, 2025
বাড়িবিজনেস আপডেটজার্মান বুগাতি ব্র্যান্ড দেশে আনল ডিবিএল গ্রুপ!

জার্মান বুগাতি ব্র্যান্ড দেশে আনল ডিবিএল গ্রুপ!

বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমা, নাইকি, অ্যাডিডাস ও লিভাইসের পর দেশের বাজারে এবার জার্মান জুতার ব্র্যান্ড বুগাতির ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে ডিবিএল গ্রুপের রিটেইল শাখা ডিবিএল লাইফস্টাইল। বুগাতি স্টোরে নারী-পুরুষের জন্য ক্যাজুয়াল ও ফরমাল জুতা এবং অন্যান্য সরঞ্জাম মিলবে।

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের অ্যালিসনস টাওয়ারে গত মঙ্গলবার বুগাতি স্টোরের উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের প্রমুখ।


ডিবিএল লাইফস্টাইলের কর্মকর্তারা জানান, ইউরোপের প্রিমিয়াম জুতার ব্র্যান্ড বুগাতি গুণগত মান, উদ্ভাবনী নকশা ও নিখুঁত কারুশিল্পের জন্য জনপ্রিয় হয়েছে। শুধু তা–ই নয়, বুগাতির চামড়ার জুতার বড় বৈশিষ্ট্য সেগুলো হাতে তৈরি বা হ্যান্ডমেইড।

দেশের বুগাতি স্টোরে নারীদের জন্য টিটি বাগেত ব্র্যান্ডের জুতাও পাওয়া যাবে। ইতালির মিলানে জন্ম হওয়া এই ব্র্যান্ডের রয়েছে নি-হাই বুট, ডিজাইনার হিল, ট্রেন্ডি স্নিকার্স এবং বিলাসবহুল স্লিপ-অনসের কালেকশন।
ডিবিএল লাইফস্টাইলের হেড অব বিজনেস রিজওয়ান হাবিব বলেন, বুগাতি ব্র্যান্ডের জুতা ৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় পাওয়া যাবে। বেল্ট, মানিব্যাগ, মোজাসহ বিভিন্ন সরঞ্জামের দাম ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন ক্রেতারা।


ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম বলেন, ‘বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে থাকলে বহির্বিশ্বে বাংলাদেশকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়। এতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এ কারণে মূলত আমরা বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোকে এ দেশে নিয়ে আসার চেষ্টা করছি। তা ছাড়া অনেকেরই সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে গিয়ে এসব পণ্য কেনার সুযোগ নেই। তাঁরা দেশেই এই বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পণ্য কিনতে পারছেন।

যাত্রা শুরু স্টারলিংকের!

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে তাদের সেবা চালু করছে। প্যাকেজ দুটি হলো –...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page