দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘গুগল পে’। যুক্তরাষ্ট্রভিত্তিক তিন বহুজাতিক প্রতিষ্ঠান গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবাটি চালু করেছে।
এখন পর্যন্ত বিশ্বের ১০০ টির মতো দেশে গুগল পে সেবা চালু হয়েছে। ফলে এখন বাংলাদেশের গ্রাহকেরাও গুগল পের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন। গ্রাহককে আলাদাভাবে ব্যাংকের প্লাস্টিক কার্ড (ডেবিট ও ক্রেডিট) ব্যবহার করতে হবে না। হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট। সহজে করা যাবে কেনাকাটা।
গুগল পে যেহেতু সিটি ব্যাংক চালু করেছে, সেহেতু আপাতত সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারছেন।
সিটি ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকদের যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই ফোনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি থাকতে হবে। সাধারণত বেশির ভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে।
অ্যাপ ডাউনলোডের পর তাতে ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশনে গিয়ে ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। মুঠোফোন দিয়ে ছবি তুলে বা কার্ডের তথ্য লিখে অ্যাপে কার্ড সংযুক্ত করা যায়। সিটি ব্যাংক জানিয়েছে, দোকান বা সেবা বিক্রির প্রতিষ্ঠানে কার্ডে লেনদেনের জন্য যন্ত্র থাকে, যা ‘পয়েন্ট অব সেলস (পিওএস) ’ যন্ত্র নামে পরিচিত। এনএফসি প্রযুক্তিসংবলিত পিওএস যন্ত্রে গুগল পে ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে। স্বল্প পরিমাণ বা ৫ হাজার টাকার মধ্যে লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে গোপন নম্বর (পাসওয়ার্ড) দিতে হবে না। তবে বড় অঙ্কের লেনদেনে পাসওয়ার্ড দিতে হবে। এ লেনদেন ব্যবস্থায় মুঠোফোন বের করে ‘স্ক্রিন লক’ খুলে পিওএস যন্ত্রের কাছে নিলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হয়ে যাবে।