চট্টগ্রাম বন্দরে বর্তমান সক্ষমতায় বছরে ৩২ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডেলিং হচ্ছে। বর্তমান হ্যান্ডেলিং প্রবৃদ্ধি অনুসারে আগামী পাঁচ বছর পর ৫০ লাখ টিইইউএস কনটেইনার হবে। এর জন্য চলতি বছরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও পতেঙ্গায় বে-টার্মিনাল প্রকল্পে কাজ শুরু হচ্ছে। এর মধ্যে ২০২৯ সালে মাতারবাড়ী ও ২০৩২ সালে বে-টার্মিনাল অপারেশনে যুক্ত হবে। এতে বন্দরের সক্ষমতা বাড়াবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান গতকাল দুপুরে শহীদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময়ে চট্টগ্রাম বন্দরে পরিচালকসহ বিভিন্ন পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৩৮তম বন্দর দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সময়ে তিনি আগামীর পরিকল্পনা নিয়ে বলেন, দেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর।
বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিজনেস সামিটে নতুন বিনিয়োগ আসছে। এর জন্য বন্দরের সক্ষমতা বাড়াতে হবে।