চলতি জানুয়ারি মাসে শুধু ৫৭ লাখ স্মার্ট কার্ডধারী পরিবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবে। ফলে আগে টিসিবির পণ্য পেতেন, এমন ৪৩ লাখ কার্ডধারী কার্যত বাদ পড়ে গেলেন। টিসিবির পণ্য কেনার জন্য একটি পরিবারকে এত দিন একটি সাধারণ কাগুজে কার্ড দেওয়া হতো। পুরোনো এই কার্ড বাতিল করে এখন স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিতরণ শুরু করেছে টিসিবি। নানা যাচাই–বাছাই শেষে ৪৩ লাখ কার্ডধারীকে বাদ দিয়ে বাকি ৫৭ লাখ পরিবারের মধ্যে গতকাল থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।
স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, সাবেক সরকারের সময়ে টিসিবির কার্ড বিতরণে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছিল, তা সংশোধনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। এর অংশ হিসেবে স্মার্টকার্ড তৈরি ও বিতরণ করা হচ্ছে। শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা মোট ৬৩ লাখ স্মার্টকার্ড প্রস্তুত করেছি। ফলে আরও ৩৫–৪০ লাখের মতো কার্ড নতুন করে বিতরণ করতে পারব।’
আগের তালিকা থেকে উপকারভোগীদের বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে টিসিবির কর্মর্কর্তারা জানান, যাঁরা সচ্ছল, কিন্তু তালিকায় ছিলেন, তাঁদের কার্ড বাতিল করা হয়েছে। একই পরিবারে একাধিক কার্ডধারী থাকলে, তাঁদের বাদ দেওয়া হয়েছে এবং কার্ডে যাঁদের নাম–ঠিকানায় ভুল ছিল, নতুন স্মার্টকার্ডের তালিকা থেকে তাঁরাও বাদ পড়েছেন। টিসিবির কর্মকর্তারা আরও জানান, এ পর্যন্ত সারা দেশে ৫৭ লাখ স্মার্টকার্ড সরবরাহ করা হয়েছে। গতকাল থেকে এসব স্মার্টকার্ড সক্রিয় করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন ছয় লাখ স্মার্টকার্ড তৈরির (প্রিন্ট) কাজ চলছে। এগুলো চলতি মাসের মধ্যেই বিতরণ করা হতে পারে। এ ছাড়া স্মার্টকার্ড তৈরির জন্য আরও ১৩ লাখ পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে। ফলে আপাতত ৫৭ লাখ স্মার্টকার্ডধারী পরিবারই টিসিবির পণ্য কিনতে পারছে।\
চলতি জানুয়ারি মাসে কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। আর প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। গত ডিসেম্বর মাস পর্যন্ত টিসিবির পণ্য বিক্রির তালিকায় চাল ছিল। টিসিবির কার্ডের মাধ্যমে একটি পরিবার ৩০ টাকা কেজিতে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারে।
টিসিবির কাছে চাল সরবরাহ করে খাদ্য অধিদপ্তর। সংস্থাটির সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুস সালাম জানান, জানুয়ারি মাসে ৫৭ লাখ পরিবারের জন্য চাল সরবরাহের চাহিদা দেয় টিসিবি। গতকাল এটি অনুমোদন করা হয়েছে। আজ থেকে টিসিবিকে এ চাল সরবরাহ করা হবে।
শুধুমাত্র স্মার্ট কার্ডধারী পরিবার টিসিবির পণ্য পাবেন।
RELATED ARTICLES