বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প সমিতি (বিএসআইএ) নামে মাইক্রোচিপ শিল্প খাতের মালিকেরা একটি নতুন সংগঠন গড়ে তুলেছেন। ২০২৪-২৭ সাল মেয়াদের নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার। মার্স সলিউশন লিমিটেডের এমডি এম ই চৌধুরী শামীম জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ।
এই সংগঠনটি বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি ও বৈশ্বিক প্রযুক্তিগত প্রবণতার সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের সারিবদ্ধ করার ক্ষেত্রে কাজ করবে। দেশের সেমিকন্ডাক্টর শিল্পের উদ্ভাবন, বৃদ্ধি ও সহযোগিতাকে বিএসআইএ উৎসাহিত করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।
সারা বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পের বাজার প্রায় ৬৩০ বিলিয়ন বা ৬৩ হাজার কোটি মার্কিন ডলারের। এ বাজার বেড়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন বা ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে উন্নীত হবে আগামী ২০৩০ সাল নাগাদ । বাংলাদেশে এ বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারে পৌঁছাবে ২০৩০ সালের মধ্যে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সেমিকন্ডাক্টর নকশা ও অন্যান্য সহযোগী ব্যবসা থেকে ৯ মিলিয়ন ৯০ লাখ মার্কিন ডলার আয় হয়।