১৭ নভেম্বর রবিবার জাতীয় রাজস্ব বোর্ড এক ঘোষণায় জানিয়েছে , ব্যক্তিশ্রেণির করদাতাদাতাদের জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। এই নতুন সময়সীমা অনলাইন ও অফলাইন উভয়ক্ষেত্রেই কার্যকর হবে।
বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধে সাড়া দিয়ে রিটার্ন জমা দেওয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড । ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় । তবে , জুলাই-আগস্টের আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ নানা কারণের কথা বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর ।
জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করে । তাছাড়া গত ২২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের , তফসিলি ব্যাংক , ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি করপোরেশন এলাকার সরকারি কর্মকর্তাসহ , মোবাইল ফোন অপারেটর কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে । উল্লেখিত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নেস্লে বাংলাদেশ পিএলসি এবং বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড । বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে ১ কোটি ৫ লাখের মতো । গড়ে প্রতিবছর ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেন। আয়কর রিটার্ন জমাদান সহজ করার মাধ্যমে এ সংখ্যা আরো বাড়বে ভবিষ্যতে ।