Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
বাড়িকাস্টমসকনটেইনার জট হ্রাসে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে উন্নতি

কনটেইনার জট হ্রাসে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে উন্নতি

চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ ৪২ টিইইউএস কনটেইনারে থাকা পেঁয়াজ, কমলা, মাল্টা, ম্যান্ডারিন, আদা, ড্রাগন ফল পচে যাওয়ায় ধ্বংস করেছে । ফলে এখন বন্দরের ৪২ টিইইউএস জায়গা খালি হয়েছে। প্রায় আট হাজার টিইইউএস (২০ ফিট দৈর্ঘ্যের কনটেইনারের একক) নিলামযোগ্য কনটেইনার পড়ে আছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে । বন্দর কর্তৃপক্ষ নিলামে বিক্রি ও ধ্বংসযোগ্য কনটেইনারগুলো ধ্বংস করে বন্দরের মূল্যবান জায়গা খালি করার জন্য একাধিকবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর চিঠি দিয়েছে ।

অনেক আমদানিকারক দেশে পণ্যের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় আমদানি পণ্য চট্টগ্রাম বন্দরে নামার পর মিথ্যা ঘোষণায় চালান আটক, কম্পানি দেউলিয়া হওয়াসহ নানা কারণে খালাস নেন না । বন্দর কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় পর এসব কনটেইনারের তালিকা কাস্টম হাউসকে পাঠায় , নিলাম বা ধ্বংস করে বন্দরের জায়গা খালি করার জন্য । নানা জটিলতা, নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ইত্যাদি কারনে ধ্বংস কার্যক্রম পরিচালনায় দেরি হয়। যার ফলে আমদানি করা এসব পণ্যের গুণগতমান নষ্ট, মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এবং কনটেইনার বছরের পর বছর আটকে থাকে। ফলস্বরূপ ফি ও শুল্ক থেকে বঞ্চিত হয় বন্দর ও কাস্টম ।

গত ১১ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসের পণ্য ধ্বংসে নিয়োজিত কমিটির সভায় ৪২ টিইইউএস কনটেইনারের পচা পণ্য ধ্বংসের সিদ্ধান্ত হয়। ঐ সভার সিদ্ধান্ত অনুযায়ী নগরীর দক্ষিণ হালিশহরে সিটি করপোরেশনের ডাম্পিং ইয়ার্ডে এনে ধ্বংস করা হয়েছে কনটেইনারের পচা পণ্য ।

দেশে বিভিন্ন সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে কনটেইনার ডেলিভারি ও স্থানান্তর মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তারপর বন্যার কারণে সপ্তাহব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে প্রায় ৪৫ হাজার টিইইউএস কনটেইনার স্তূপ জমে যায় । বন্দরের ধারণক্ষমতার ৮৫ শতাংশ জায়গা পূর্ণ হয়ে গিয়েছিল। বর্তমানে কনটেইনারের সংখ্যা ৩৪ হাজার টিইইউএসে নেমে এসেছে।

রপ্তানি বেড়েছে পৌনে ৩ শতাংশ।

দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page