মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুরের মেলান্দহ, এবং বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে চাষ হয়েছে সরিষা। দেশের ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের চাহিদা এবং অল্প খরচে দাম বেশি পাওয়ায় এই অঞ্চলের চাষিরা সরিষার আবাদে আগ্রহ বেশি। গত বছরের চেয়ে এ বছর সরিষা আবাদের জন্য আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো। এবার তারা লাভের আশায় করছেন আগের বছরের চেয়ে বেশি। এ অঞ্চলে দেশি জাতের টরি-৭, বারি -১৪, বারি-১৭, বারি-১৮ এবং বিনা-১১ জাতের সরিষার আবাদ করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া গ্রামের সরিষা চাষী আক্কাস আলী বলেন, গত বছরের চেয়ে এবছর জেলা জুড়ে সরিষার আবাদ অনেক বেশি। এবার সরিষা আবাদের জন্য আবহাওয়া অনেক ভালো। বৃষ্টি না হওয়ায় ফুল ঝড়ে পড়ে নাই। আর গাছ পড়ে যায় নাই। আশা করছি এবার লাভ হবে গত বছরের তুলনায় দ্বিগুন।
মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, ‘সরিষা আবাদে লাভ সব দিকেই। সরিষার পাতা পড়ে জমিতে সার হয়, মাটির উর্বরতা বাড়ে। এ ফসল লাভজনক। এ বছর দুই একরের মতো সরিষা আবাদ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় ধানের চেয়ে লাভ বেশি।
এদিকে সরিষার হলুদ মাঠে দর্শনার্থীদের আনাগোনায় যেন বাড়তি উৎসবের আমেজ বইছে। দুরদূরান্ত থেকে হলুদের মাঠে ঘুরে বাড়ি ফিরছেন হলুদ প্রিয়রা।
এ যেন হলুদের সমারোহ।
RELATED ARTICLES