Saturday, December 28, 2024
Saturday, December 28, 2024
বাড়িঅন্যান্যএ যেন হলুদের সমারোহ।

এ যেন হলুদের সমারোহ।

মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুরের মেলান্দহ, এবং বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে চাষ হয়েছে সরিষা। দেশের ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের চাহিদা এবং অল্প খরচে দাম বেশি পাওয়ায় এই অঞ্চলের চাষিরা সরিষার আবাদে আগ্রহ বেশি। গত বছরের চেয়ে এ বছর সরিষা আবাদের জন্য আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো। এবার তারা লাভের আশায় করছেন আগের বছরের চেয়ে বেশি। এ অঞ্চলে দেশি জাতের টরি-৭, বারি -১৪, বারি-১৭, বারি-১৮ এবং বিনা-১১ জাতের সরিষার আবাদ করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া গ্রামের সরিষা চাষী আক্কাস আলী বলেন, গত বছরের চেয়ে এবছর জেলা জুড়ে সরিষার আবাদ অনেক বেশি। এবার সরিষা আবাদের জন্য আবহাওয়া অনেক ভালো। বৃষ্টি না হওয়ায় ফুল ঝড়ে পড়ে নাই। আর গাছ পড়ে যায় নাই। আশা করছি এবার লাভ হবে গত বছরের তুলনায় দ্বিগুন।
মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, ‘সরিষা আবাদে লাভ সব দিকেই। সরিষার পাতা পড়ে জমিতে সার হয়, মাটির উর্বরতা বাড়ে। এ ফসল লাভজনক। এ বছর দুই একরের মতো সরিষা আবাদ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় ধানের চেয়ে লাভ বেশি।
এদিকে সরিষার হলুদ মাঠে দর্শনার্থীদের আনাগোনায় যেন বাড়তি উৎসবের আমেজ বইছে। দুরদূরান্ত থেকে হলুদের মাঠে ঘুরে বাড়ি ফিরছেন হলুদ প্রিয়রা।

অনুষ্ঠিত হল এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪।

বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মো. শাহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page