বাংলাদেশ ব্যাংক সেবা খাতে অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। নতুন নীতিমালার অধীনে এখন থেকে ব্যাংক এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ব্যয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই অর্থ প্রেরণ করতে পারবে। গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, সেবা খাতে অর্থ প্রেরণের মধ্যে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং সার্ভিস ফি, মূল্য যাচাই ফি ইত্যাদির মতো ব্যয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ব্যাংকগুলোকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার সঙ্গে সম্পর্কিত খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। তবে একজন কার্ড হোল্ডার বছরে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত এই খাতে ব্যয় করতে পারবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, আর্থিক তথ্য ও যোগাযোগ সংক্রান্ত সেবার জন্য বিদেশে ফি পাঠাতে পারবে। এসব খরচের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই নীতিমালার ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হবে এবং ব্যবসায়িক কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা খাতে অর্থ প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন অনুমোদন জটিলতার মুখোমুখি হচ্ছিল। নতুন এ উদ্যোগ সেই জটিলতা দূর করবে বলে আশা করা হচ্ছে।
এই পরিবর্তন দেশের ব্যাংকিং এবং আর্থিক সেবা খাতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
বিদেশে সেবা খাতে অর্থ পাঠানোর ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক
RELATED ARTICLES