বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে। অন্তত একবছর সময় লাগবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে । মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে আগামী অর্থবছরে মধ্যে ।
এসময় তিনি বলেন, আলু ও পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নেমে আসবে মাস দুয়েকের মধ্যে। বাজারে পণ্য সরবরাহে সমস্যা আছে যা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তারল্য সংকটে ভুগছে দেশের বেশকিছু ব্যাংক শিগগিরই এদের সম্পদ পর্যালোচনা কার্যক্রম শুরু করা হবে।
প্রবাসী কর্মীরা গত চার মাসে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন । এই অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাই দেশে এলসি খুলতে কোন জটিলতা নেই
কারা অর্থ পাচার করেছে সেটা বের হয়ে আসবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপ-আমেরিকার রাজনৈতিক সাহায্য নেওয়া হবে। দুর্বল ব্যাংকগুলোর সব তথ্য-উপাত্ত যাচাই করবে বাংলাদেশ। অন্য দিকে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।