Monday, April 21, 2025
Monday, April 21, 2025
বাড়িকাস্টমসবিনা শুল্কে ডাল আমদানি শুরু হলো আখাউড়া স্থলবন্দর দিয়ে।

বিনা শুল্কে ডাল আমদানি শুরু হলো আখাউড়া স্থলবন্দর দিয়ে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি শুরু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে ডালভর্তি একটি ট্রাক ভারত থেকে আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে আরও পাঁচ টন ডাল আমদানি হয়েছে।আমদানিকারকেরা জানান, বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিতভাবে ডাল আমদানির পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ছাড়া অন্যান্য পণ্য আমদানির চিন্তাও করছেন তাঁরা। এর আগে চলতি ২০২৪–২৫ অর্থবছরে এই স্থলবন্দর দিয়ে জিরা আমদানি করা হয়। ৬ জানুয়ারি পাঁচ টন জিরা আসে।

আখাউড়া স্থলবন্দর অবশ্য রপ্তানিমুখী বলেই অধিক পরিচিত। এই স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে।আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন বলেন, ১০ টন ডাল আমনদির ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ১০ টন ডাল আমদানি করা হয়েছে। তিনি বলেন, এটি পরীক্ষামূলক আমদানি। সবকিছু ঠিক থাকলে রমজান সামনে রেখে আরও এলসি খোলা হবে। আর এই স্থলবন্দর দিয়ে ডালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিরও পরিকল্পনা রয়েছে।

রপ্তানি বেড়েছে পৌনে ৩ শতাংশ।

দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page