Monday, January 6, 2025
Monday, January 6, 2025
বাড়িব্যাংকিংদুর্বল ব্যাংকগুলোর সংকট মেটাতে নতুন পদক্ষেপে কেন্দ্রীয় ব্যাংক

দুর্বল ব্যাংকগুলোর সংকট মেটাতে নতুন পদক্ষেপে কেন্দ্রীয় ব্যাংক

দেশের দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার, গ্যারান্টি ঋণ এবং বিভিন্ন সহায়তা প্রদান করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এসব ব্যাংকে তারল্য সংকট ক্রমেই বেড়ে চলেছে। এর মূল কারণ হিসেবে সুশাসনের অভাব ও অনিয়মকে দায়ী করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্বল ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি গত তিন মাসে আরও খারাপ হয়েছে। জুনে ছয়টি দুর্বল ব্যাংকের অতিরিক্ত তারল্য ছিল ১০ হাজার ৩৯০ কোটি টাকা, যা সেপ্টেম্বর মাসে নেমে এসেছে মাত্র ১৬১ কোটি টাকায়। তারল্য সংকট ৯৮ শতাংশের বেশি কমে গেছে।
এছাড়া আমানতের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। গত জুনে দুর্বল ব্যাংকগুলোর আমানত স্থিতি ছিল ৪৪ হাজার ৩১ কোটি টাকা, যা সেপ্টেম্বর মাসে কমে ৪৩ হাজার ৬৬৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। তিন মাসে আমানত কমেছে প্রায় ৮ হাজার কোটি টাকা। অন্যদিকে বিনিয়োগ বাড়লেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সুশাসন নিশ্চিত না হলে এই সংকটের সমাধান করা সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে সংকট মোকাবিলা সহজ হবে। দুর্বল ব্যাংকগুলোকে অনিয়ম দূর করে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী বছরের শুরুতে দুর্বল ব্যাংকগুলোর জন্য চালু হচ্ছে ‘প্রমোট কারেকটিভ অ্যাকশন প্ল্যান’। এর আওতায় নির্ধারিত সূচক পূরণে ব্যর্থ ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ঋণ বিতরণ বন্ধ করা এবং আমানত সংগ্রহ সীমিত করা উল্লেখযোগ্য।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই পরিকল্পনা কার্যকর হলে দুর্বল ব্যাংকগুলোর সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে। তবে এটি সফল করতে ব্যাংকগুলোর নিজস্ব উদ্যোগ ও গ্রাহকদের আস্থা অর্জন জরুরি।

তলানিতে নেমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি

গত নভেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬৬ শতাংশ। এই প্রবৃদ্ধি গত সাড়ে তিন বছরের মধ্যে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page