বাংলাদেশ ব্যাংক, হিসাব নিরীক্ষার বৈশ্বিক প্রতিষ্ঠান কেপিএমজি, ডিলয়েট, আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর সঙ্গে অডিট পরিচালনা করবে দেশে সংকটে থাকা এক ডজনের বেশি ব্যাংকে । ব্যাংকগুলোতে হওয়া সম্ভাব্য জালিয়াতি, আর্থিক ক্ষতির অনুসন্ধান এবং ব্যাংকখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো নিরীক্ষার মাধ্যমে বের করে নিরসনে সংস্কারের সুপারিশ করা হবে।
এই ফরেনসিক অডিটে শুধু ব্যাংকের ঋণ-সম্পদ নয়, তাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটেরও মান যাচাইয়ে গুরুত্ব দেওয়া হবে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এখানে কারিগরি সহায়তা দেবে ।
জানুয়ারিতে অডিট ফার্ম নিয়োগের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। মন্দ ঋণ (নন-পারফর্মিং লোন) ও তারল্যের মতো বেশ কিছু মৌলিক সূচকের ভিত্তিতে অডিটের জন্য ব্যাংকগুলোর শ্রেণিবিভাগ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকখাত দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণের উচ্চ হার, একের পর এক ঋণ জালিয়াতিতে দুর্দশাগ্রস্ত । বাংলাদেশ ব্যাংকের এক বোর্ড সদস্য জানান বৈশ্বিকভাবে স্বনামধন্য নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে । বিগত সময় ব্যাংকখাত থেকে অন্তত ১৭ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। ব্যাংকখাতকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রে ।